বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাগেরহাট জেলার মোংলা-রামপাল উপজেলার নির্যাতিত, বঞ্চিত ও অসহায় ৪০ জন বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম।
বুধবার (৩০ অক্টোবর) মোংলা উপজেলার দিগরাজ বাজারে মোংলা-রামপালের অসহায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এ সহায়তা প্রদান করেন।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান সহ বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম ডি আকবর আজাদ, মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো: আবু হানিফ, মোংলা পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সাবেক কাউন্সিলর ইমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নাহিদ খান, বিএনপি নেতা নাসিম শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নূর উদ্দিন টুটুল, সুন্দরবন ইউনিয়নের বিএনপি নেতা ফকরুল ইসলাম মৃধা,চিলা ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হাওলাদার, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মহাসিন পাটোয়ারী ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।