কেউ আমাদের সংশোধনের উদ্দেশ্যে যৌক্তিক সমালোচনা করলে আমরা মোস্ট ওয়েলকাম জানাই। পরিশুদ্ধ নিয়্যাতে সুধী হিসেবে এই সমালোচনা জারি রাখুন। কিন্তু আমরা কারও সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না।
আমাদের হাতে অনেক কাজ। শহীদ ও আহতদের রক্তের ওপর দাড়িয়ে খুব ভার অনুভব হয়। এই রক্তের নিকট আমাদের অনেক দায়। জীবনের মায়া ভুলে আন্দোলনে অংশ নেওয়া গাজীদের নিকট আমাদের অনেক দায়।
এখনো শহীদের পরিবারের চোখে চোখ রেখে সান্ত্বনা দেওয়ার মত ভাষা খুঁজে পাই না। নিস্তব্ধ হয়ে যাই। তাই আমাদের মুখে কথার ফুলঝুরি উঠে না। যখন শহীদের চেহারা সামনে ভেসে উঠে, বোবাকান্না ফিল করি। আমরা আত্মসমালোচনা করি। ভুল হলে তা কারেকশন করি। নতুন কৌশলের জন্য রবের জ্ঞানভান্ডারের দিকে তাকিয়ে থাকি। সুদূরপ্রসারী চিন্তা নিয়ে লক্ষ্যের দিকে হেঁটে চলি। এটাই আমাদের
কর্মপন্থা।
আল্লাহ মহান।
জাহিদুল ইসলাম
কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।