১১ সেপ্টেম্বর ২০২৪ ফেনীতে বর্ন্যাত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সাম্প্রতিক স্মরণ কালের ভয়াবহ বন্যায় ফেনী নোয়াখালী, ও লক্ষ্মীপুর জেলা লাখ লাখ পরিবারের ঘরবাড়ি পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বন্যায় শিক্ষার্থীদের পড়ালেখার শিক্ষা সামগ্রী পানিতে নষ্ট হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর পক্ষ থেকে ১১ সেপ্টেম্বর ছাগলনাইয়া পাঠানগর অগ্রণি উচ্চ বিদ্যালয়, ধর্মপুর আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়, ও ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব নারায়ণ গঞ্জ সহ সভাপতি এম প্রান্ত ফেনী প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ, এমরান হোসেন, ফরহাদ ইসলাম, লাওহে মাহফুজ শাহাদাত, আইয়ুব, প্রভা,। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলীগণ।