লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার সরবরাহের পাশাপাশি আর্থিক অনুদান পৌছে দিচ্ছে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রায়পুর উপজেলাধীন ৬নং কেরোয়া ইউনিয়ন শাখা।
শুক্রবার গভীর রাত পর্যন্ত অসহায় ও দরিদ্র পানিবন্ধি অর্ধশত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মোঃ আরিফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ মামুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৬ নং কেরোয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইয়াছিন মুন্সি প্রচার সম্পাদক হাঃ আল আমিন হোসাইন প্রমুখ।
তারা বলেন আমরা আমাদের দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর নির্দেশে সারাবাংলাদেশের ন্যায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ধারাবাহিক ভাবে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছি।
যার ফলস্রুতিতে আজকে ৩য় ধাপে আর্থিক সহায়তা প্রদান করছি উল্লেখ্য যে এর আগেও আমরা আরো দুইবারে শত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছি এবং নিয়মিত ভারি খাবার ও পৌঁছে দিচ্ছি।
পরিশেষে দলের আমীরের নির্দেশে বর্তমান বন্যা সংকট ও আগামীতে সকল প্রতিকুল পরিস্থিতি ও সংকট মোকাবেলায় দেশ ও জনগনের পাশ্বে থাকার আশ্বাস দেন।