1. live@dainikprathidan.online : দৈনিক প্রতিদান ২৪ : দৈনিক প্রতিদান ২৪
  2. info@www.dainikprathidan.online : দৈনিক প্রতিদান :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য মতিউর রহমান বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এফআইইউ কতৃপক্ষ দূর্নীতিবাজ (ডিস)হান্নানের যোগদান ঠেকাতে পৌরভবনের সামনে ঝাড়ু মিছিল। ঢাবির শহীদুল্লাহ হলে নবীনবরণ অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় অর্ধশত শিক্ষার্থী। অস্ত্র ও হরিণের মাংস সহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। দুবলার শুঁটকি পল্লিতে জেলেদের সমুদ্রযাত্রা। গাংনীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত পশুর নদে গ্যাসের জাহাজের ধাক্কায় কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, নিখোঁজ জেলের সন্ধানে কোস্ট গার্ডের অভিযান। ঢাবির বিশেষ মাইগ্রেশন ফল প্রকাশ, বিষয় মনোনয়ন পেলেন কতজন। চুয়াডাঙ্গায় টিসিবি’র পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ রায়পুরে সৈয়দ ফজলুল করীম রহ. চরমোনাই পীর এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর পাশে গংগাচড়া জামায়াতে ইসলামী”

মো:মেহেদী হাসান মুরাদ  জেলা প্রতিনিধি,রংপুর। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

 

 

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ঢাকায় গুলিবিদ্ধ হন মনোয়ারুল ইসলাম (২৪), পিতাঃ রফিকুল ইসলাম।

২৮ আগস্ট গংগাচড়া উপজেলা জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলিতে আহত মনোয়ারুলের খোঁজখবর ও অর্থ সহায়তা দিতে তার বাসায় যান উপজেলা জামায়াতের প্রতিনিধি টিম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক উপজেলা আমির জননেতা অধ্যাপক রায়হান সিরাজী ও উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জুমান। লক্ষ্মীটারি ইউনিয়ন সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় । এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মনিছুর ইসলাম, মুজাহিদুল ইসলাম, ইকরামুল হক, শিবির নেতা রবিউল ইসলাম প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির গোলাম রব্বানী বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের সকলের শিক্ষা নেয়া উচিৎ-যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কী ভোগ করতে হয়। এই শিক্ষা শুধু আওয়ামী লীগের জন্য নয়, এই শিক্ষা জামায়াতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে। যারাই মানুষের জন্য কাজ করতে আসবে তাদের সবাইকে নিতে হবে এই শিক্ষা। যাতে একই গর্তে জাতির পা বার বার না পড়ে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। একই পথ অনুসরণ না করেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট