গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ঢাকায় গুলিবিদ্ধ হন মনোয়ারুল ইসলাম (২৪), পিতাঃ রফিকুল ইসলাম।
২৮ আগস্ট গংগাচড়া উপজেলা জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলিতে আহত মনোয়ারুলের খোঁজখবর ও অর্থ সহায়তা দিতে তার বাসায় যান উপজেলা জামায়াতের প্রতিনিধি টিম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক উপজেলা আমির জননেতা অধ্যাপক রায়হান সিরাজী ও উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জুমান। লক্ষ্মীটারি ইউনিয়ন সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় । এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মনিছুর ইসলাম, মুজাহিদুল ইসলাম, ইকরামুল হক, শিবির নেতা রবিউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির গোলাম রব্বানী বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের সকলের শিক্ষা নেয়া উচিৎ-যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কী ভোগ করতে হয়। এই শিক্ষা শুধু আওয়ামী লীগের জন্য নয়, এই শিক্ষা জামায়াতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে। যারাই মানুষের জন্য কাজ করতে আসবে তাদের সবাইকে নিতে হবে এই শিক্ষা। যাতে একই গর্তে জাতির পা বার বার না পড়ে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। একই পথ অনুসরণ না করেন।”