গতকাল (২৮ আগষ্ট’২৪), বুধবার গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন শাখার আয়োজনে সম্পন্ন হলো ‘কর্মী ও সুধী সমাবেশ’।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সম্মানিত আমীর জননেতা অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক রায়হান সিরাজী। আরও উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারী সাইফুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ❝আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কারণ এই সরকার ক্ষমতায় সাড়ে পনেরো বছর ছিলো। এই পনেরো বছর সন্ত্রাসীর ইতিহাস, গুম-খুনের ইতিহাস, লুট-পাটের ইতিহাস। এই সাড়ে পনেরো বছরে একটি স্বাধীন ভূখণ্ড ছিলো নামে-মাত্র; কিন্তু সার্বভৌমত্ব ছিলো না। একটি পতাকা ছিলো; কিন্তু স্বাধীনতা ছিলো না। গণতন্ত্র ছিলো, কিন্তু কথা বলার অধিকার ছিলো না। নির্বাচন ছিলো; কিন্তু ভোটের অধিকার ছিলো না।❞
সহস্রাধিক কর্মী-শুভাকাঙ্খীদের উপস্থিতিতে উক্ত সমাবেশ সম্পন্ন হয়েছে।