বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর প্রথম শহীদ আবু সাঈদের কবর যিয়ারত করেন বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা.শফিকুর রহমান।
শহীদ আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের একজন অন্যতম মেধাবী স্টুডেন্ট। একইসাথে সে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর এররঅন্যতম একজন সমন্বয়ক।
গত ১৬ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন। মিছিলের এক পর্যায়ে পায়রা চত্তর মোরে পুলিশ গুলি চালালে আবু সাঈদ তার বুক পেতে দেয় এবং পুলিশের গুলিতে শাহাদাত বরন করেন।
শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করতে এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান শহীদ আবু সাঈদের পরিবারকে নগদ ছয় লক্ষ টাকা প্রদান করেন, এবং নতুন আধুনিক মডেলের বাড়ি তৈরি করে দিবেন যার কাজ আজকে থেকে শুরু করে দিয়েছে। শহীদ আবু সাঈদের পরিবারকে সারাজীবন এর জন্য দায়িত্ব পালন করবেন বলে কথা দিয়েছেন।